নটরডেম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

0 448

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা হয়েছে।

ওই মামলায় ডিএসসিসির কথিত গাড়িচালক রাসেল খানকে (২৭) আসামি করা হয়েছে। ঘটনার দিনই রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২৪ নভেম্বর) রাতে নিহতের বাবা শাহ আলাম সড়ক পরিবহনে আইনে ডিএসসিসির ময়লার গাড়ির চালক রাসেল খানের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় রাসেল ইতোমধ্যে গ্রেফতার রয়েছেন। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

এদিকে এ ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজও বিক্ষোভ করছেন নটরডেমের শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু  বিচার দাবি জানান তারা।

Leave A Reply

Your email address will not be published.