চট্টগ্রামে কেমিক্যাল গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা এলাকার একটি হোমল্যান্ড নামে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে এই আগুনের সূত্রপাত ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্টোল রুম থেকে বলা হয়, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি স্টেশন আগ্রাবাদ ও বন্দর ইউনিট থেকে সর্বমোট ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। সেগুলোর বৈধ কাগজ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা হয়নি বলে জানান।