ভূমিকম্পে মসজিদ ও নির্মাণাধীন সেতুতে ফাটল
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটিতে ভূমিকম্পে শহরের ঝুলুক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতু জোড়ায় এবং ৩য় তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং ঘুমন্ত অবস্থায় মাথায় বোতল পড়ে ৩ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) মসজিদে ফাটল দেখা দেয়ায় ঝুঁকি নিয়ে জুমার নামাজ আদায় সংশয় দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজ আদায় করার সময় হঠাৎ মসজিদটি কেঁপে উঠে। নামাজ শেষে বের হয়ে দেখা যায় মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল।
ঝুলুক্যা পাহাড়ের মসজিদের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া বলেন, ‘মসজিদটি নির্মাণ শেষ হয়েছে এক বছর হয়নি। এর মধ্যে আজ সকালে ভূমিকম্পে মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মসজিদে নামাজ আদায় করা নিয়ে আমরা অতঙ্কে আছি।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সরকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উয়ন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে। মসজিদটির দেয়ালে ফাটল দেখার কথা স্বীকার করে তিনি বলেন, নামাজ আদায়ে কোনও সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হবে।