হাফ ভাড়ার দাবিতে আবারও সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক:
গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার দাবিতে) আবারও রাস্তায় নামার কর্মসূচি দিয়েছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের। এ অবস্থায় গত শুক্রবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) চালিত সব বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঘোষণা করেছে সরকার।
আজ শনিবার (২৭ নভেম্বর বেসরকারি বাসের মালিকরা এ বিষয়ে কী করবেন তা ঠিক করতে আজ আবারও বৈঠকে বসছেন বিআরটিএসহ মালিক, শ্রমিক সংগঠনের নেতারা।
গত বৃহস্পতিবারের মতো আজও শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, আসাদগেট, রামপুরা ব্রিজ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করবে বলে জানা গেছে। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে আছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছে। গত বৃহস্পতিবার শহরের আটটি মোড়ে একযোগে অবরোধ করে ছাত্ররা।