দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

0 223

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

 

বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করা করোনার ‘ওমিক্রন’ বি.১.১.৫২৯ নামের নতুন একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

আজ শনিবার (২৭নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিষয়ে আমরা অবহিত। এই ভ্যারিয়েন্টটি খুবই এগ্রেসিভ। সে কারণে সাউথ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর ও স্থলবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার বিষয়েও তাগিদ দেয়া হচ্ছে। ইতোমধ্যে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যান্য দেশ থেকে যারা আসবে তাদের  টিকা দেয়া ও আরটিপিসিআর টেস্ট নেয়ার ব্যাপারেও জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.