নওগাঁর সীমান্তে চোরাই গরুসহ বাংলাদেশী যুবক আটক

0 217

নিজস্ব প্রতিবেদক : 

নওগাঁর পোরশার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে ভারতের অভ্যন্তরে চোরাই গরুসহ মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ। শুক্রবার রাতে তাকে আটক করে বিএসএফ। এরপর শনিবার সকালে ভারতের মালদা জেলার হবিপুর থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। আটককৃত মনিরুল পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল রেজাউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাতে পোরশায় ভারতীয় সীমান্ত দিয়ে স্থানীয় ৭/৮জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু-মহিষ আনতে যান। এরপর গরু-মহিষ নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের মালদা জেলার হবিপুর থানার ভুতপাড়গ্রাম এলাকায় কেদারিপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মনিরুল ইসলামকে কয়েকটি গরুসহ আটক করে তারা।

তিনি আরও জানান, ঘটনাটি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় বলে গ্রহণ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.