রাজধানীতে হেরোইন-গাঁজাসহ গ্রেফতার ৪৬

0 243

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪১৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ১৩১ কেজি ১২০ গ্রাম গাঁজা এবং ২১৬৫ পিস ইয়াবা বড়ি  জব্দ করা হয়।

৪৬ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৫টি মামলা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.