নওগাঁয় বালুবাহী ট্রাক্টরচাপায় প্রাণ গেল কলেজছাত্রের

0 450

নিজস্ব প্রতিবেদক : 

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নাইমুল হাসান নাইম (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার পুরাতন রেলওয়ে স্টেশনের খোলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সে রানীনগর উপজেলার আমিলপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে কলেজ ছাত্র নাইমুল ও তার বন্ধু আকাশ মোটরসাইকেল যোগে আত্রাই থেকে নিজবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওগাঁ-আত্রাই সড়কের আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের খোলাপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে দুজনই ছিটকে পড়ে গেলে ওই ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানে নাইম মারা যায় এবং আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.