মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতি: গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদক :
ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
গত সোমবার (২৯ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার সুলতানগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জুয়েল মিয়া, মো. রুবেল ইসলাম, মো. জুয়েল ওরফে প্রিংক, মো. আল কিবরিয়া বাবু, মো. কোরবান আলী ও মো. ফয়সাল। এসময় তাদের কাছ থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মোহাম্মদপুর থানার সুলতানগঞ্জের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এলাকায় কিছু লোক একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।