গাজীপুরে পোশাক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় ‘রিপন নীট ওয়্যার’ নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ওই গার্মেন্টসের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই কারখানার নিরাপত্তা কর্মী কাজল কুমার ও বিপ্লব বলেন, ‘দুপুরে হঠাৎ কারখানার নিচতলার এক্সেসোরিস গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।’
রিপন গ্রুপ অব ইন্ডাস্ট্রি নামের কারখানাটির শ্রমিক হাবিব বলেন, ‘আমাদের এই কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। হঠাৎ নিচতলায় আগুন লাগলে আমরা সবাই নিরাপদে বের হয়ে যাই। এখন আগুন আরো বেড়েছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, দুপুর সোয়া ১২টার দিকে জরুন এলাকায় রিপন নীট ওয়্যার গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।