রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৫৪

0 405

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ গোয়েন্দা বিভাগ।

গত বুধবার ( ডিসেম্বর) ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ( ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন তথ্য জানান।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের কাছ থেকে হাজার ৫৪১ পিস ইয়াবা, ৩১৪ গ্রাম ১৬৯ পুরিয়া হেরোইন, ৩২ বোতল ফেনসিডিল ৪০ কেজি ১৪৫ গ্রাম ১৬৩ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.