আলেশা মার্টের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা

0 160

নিজস্ব প্রতিবেদক : 

ই–কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।পর্যাপ্ত নিরাপত্তাজনিত কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর আলেশা মার্টের ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়, ‘অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্টের সমস্ত অফিশিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এ প্রসঙ্গে জানতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারের মুঠোফোনে এবং জনসংযোগ বিভাগে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এর আগে গত নভেম্বর মাসে গ্রাহকেরা তেজগাঁওয়ে আলেশা মার্টের অফিসে এসে তা বন্ধ পাওয়ার অভিযোগ করেন। যদিও কর্তৃপক্ষ তা অস্বীকার করে। এ বছরের জানুয়ারিতে ই–কমার্স প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে আলেশা মার্ট।

সাম্প্রতিক সময়ে ই–কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ ছিল। এ ছাড়া প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ একাধিক ই–কমার্স প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া আলেশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সরকার তদন্ত করছে।

Leave A Reply

Your email address will not be published.