চাঁদপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

0 277

চাঁদপুরের হাজিগঞ্জ তিন মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ার পর বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন।

 আজ শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বলাখাল ধেররা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাজিগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ জানান।

নিহতরা হলেন-বেলাশর এলাকার সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তাদের সবার বাড়ি কুমিল্লা চান্দিনার বেলাশর এলাকায়।

প্রত্যক্ষদর্শী রহিম বলেন, বেলা ১২ টার দিকে তারা ৬জন দুটি মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ বাস সামনে থাকা মোটর সাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা মারে।

এতে মোটর সাইকেলে থাকা যাত্রী রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি তাদের উপর দিয়েই চলে যায়।

তিনি বলেন, “আমরা কিছু বুঝে উঠার আগেই এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তাদের উপর দিয়ে বাস চলে যাওয়ায় দুইজনেরই মাথা থেঁতলে গিয়েছিল। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়। “

দুর্ঘটনাস্থল থেকে চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি বলে ওসি হারুনুর জানান।

Leave A Reply

Your email address will not be published.