জেলে নৌকায় ডাকাতি, সমন্বয়কসহ পাঁচ ডাকাত গ্রেফতার

0 235

সম্প্রতি পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালী জেলা সংলগ্ন সমুদ্র এলাকায় জেলে নৌকায় ডাকাতি, লুণ্ঠন ও অপহরণের ঘটনায় জড়িত ডাকাতদলের মূল সমন্বয়কসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সম্প্রতি পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালী সংলগ্ন সমুদ্র এলাকায় জেলেদের নৌকায় ডাকাতি, লুণ্ঠন ও অপহরণের ঘটনায় জড়িত দস্যুদলের মূল সমন্বয়কসহ পাঁচ ডাকাতকে পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আজ শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Leave A Reply

Your email address will not be published.