৩২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে

0 155

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ২১৬ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ভর্তি রয়েছেন ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ বছর ১ জানুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৮৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯১ জন রোগী। এ যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে ঢাকাতে ২৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন সাত জন।

Leave A Reply

Your email address will not be published.