মালিতে বাসে জঙ্গি হামলায় ৩১ জন নিহত

0 233

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাসে জঙ্গিদের হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।গত শুক্রবার মালির মোপতি প্রদেশে এই ঘটনা ঘটেছে ।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা বেসামরিক নাগরিকদের বহনকারী বাসটিতে গুলি ছুড়ে চালককে হত্যার পর আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইএফই সংবাদ সংস্থার এক খবরে বলা হয়, নিহতদের বেশিরভাগই নারী, যারা কাজে যাচ্ছিল।

উল্লেখ্য, যাত্রীবোঝাই বাসটি মালির মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘো থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল। সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে। একদল সশস্ত্র জঙ্গি পথিমধ্যে বাসটি থামিয়ে তাতে বন্দুক হামলা করেছে। তাদের গুলিতে ৩১ যাত্রী নিহত হওয়াসহ অনেকেই আহত হয়েছেন।’

ঘটনাস্থলের নিকটবর্তী শহর ব্যাংকঅ্যাসের মেয়র মৌলায়ে গুয়িন্ডো জানান, সশস্ত্র লোকজন গাড়ি ও যাত্রীদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। পরে গাড়িটিতে তারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৩১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বা নিখোঁজ রয়েছে।

মালিতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয়েরই তৎপরতা আছে। তবে কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

আল কায়েদা ও ইসলামিক স্টেটের সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

Leave A Reply

Your email address will not be published.