মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ সন্তানের পর মারা গেলেন বাবা
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের মুক্তারপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ছেলে-মেয়ের পর মারা গেলেন তাদের বাবা মো. কাওছার (৩০)। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন তিনি। এর আগে দগ্ধ দুই ছেলে মেয়ের মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনে। মা আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি রয়েছেন।
গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরে ৫৪ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
মুক্তারপুর এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন মো. কাওছার । ভোরের দিকে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকার একটি ভবন থেকে একটি পরিবারের দুই শিশু সহ চারজন দগ্ধ হন। তাদের মধ্যে দুই শিশু ইয়াসিন (৬) ও নুহু (৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে (এইচডিইউ) বাচ্চাদের বাবা মোঃ কাওসার (৩০) নামের আরো একজনের মৃত্যু হয়। তার শরীর ৫৪ শতাংশ দগ্ধ ছিল। বাচ্চাদের মা শান্তা বেগম (২৮) তার শরীর ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে তিনি আশঙ্কাজনক অবস্থায় (এইচ ডি ইউ) তে ভর্তি রয়েছে।