বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

0 331

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৭৫১৯) ঢাকা থেকে যাচ্ছিলো।

অপরদিকে, ঢাকা থেকে আসা একটি ছোট কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ-১১-১৬৪৫) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। কাভার্ডভ্যানটি রাস্তায় উল্টে যায়। এসময় কাভার্ডভ্যানের চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের চালক জাহাঙ্গীর হোসেন আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.