ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

0 420

ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন।

আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার চর কুকরি-মুকরিতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।তবে র‌্যাবের দাবি, নিহতরা জলদস্যু বাহিনীর সদস্য।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে জলদস্যুদের ধরতে চর কুকরিমুকরির বনে র‌্যাব অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় আজ রোববার ভোরে সেখানে অভিযানে যায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তবে ঘটনাস্থলে অস্ত্র ও গুলি পাওয়ার খবর তাৎক্ষণিক জানায়নি র‌্যাব। পরে সংবাদ সম্মেলন করে র‌্যাব বিস্তারিত জানাবে বলে জানান ওই পুলিশ সুপার।

Leave A Reply

Your email address will not be published.