ঢাকা বিমানবন্দর বন্ধ, আশঙ্কায় এয়ারলাইন্সগুলো

0 6,087

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আগামী ১০ ডিসেম্বর থেকে ৬ মাসের জন্য প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এতে বিমানবন্দরের সেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে কয়েকটি এয়ারলাইন্স।

কর্তৃপক্ষ তৃতীয় টার্মিনালের জন্য ট্যাক্সিওয়ে নির্মাণ ও সম্প্রসারণের কাজ করায় রানওয়ে বন্ধ রাখতে হবে। ৮ ঘণ্টা বন্ধ থাকলে কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এমিরেটস, সৌদিয়া এয়ারলাইনস, তুর্কি এয়ারলাইনস এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের পরিচালিত ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হবে।

এয়ারলাইন অপারেটররা জানায়, ১৬ ঘণ্টার মধ্যে ৮৫-৯০টি ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে হবে। এতে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবার ওপর মারাত্মকভাবে চাপ পড়বে।

বিদেশি এয়ারলাইন্সের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ আগে থেকে গ্রাউন্ড-হ্যান্ডলিং সক্ষমতা ও অন্যান্য সুবিধা না বাড়ালে যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে।১৬ ঘণ্টার মধ্যে সব ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যক চেক-ইন কাউন্টার, বোর্ডিং ব্রিজ, নিরাপত্তা চেক-ইন কাউন্টার, লাগেজ লোডিং এবং আনলোডিং সুবিধাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধার প্রয়োজন।

তবে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) মনে করে, রানওয়ে বন্ধের ফলে তেমন কোনো সমস্যা হবে না।

Leave A Reply

Your email address will not be published.