সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক হলেন এলিট

0 276

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর সভাপতি নিয়াজ মুর্শেদ এলিট।

তিনি বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনিবাহী সদস্য। এর আগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকামিটির সদস্য ছিলেন।

গত ২৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সারা দেশ থেকে আসা প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেটসের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হন।

সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পর সমিতির সংবিধান মোতাবেক আগামী দুই বছরের জন্য ১২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এলিট। তরুণ এ রাজনীতিক রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যাবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, কালের কণ্ঠ শুভসংঘের চিফ অ্যাডভাইজার।

নিয়াজ মুর্শেদ এলিট বলেন, কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি জনকল্যাণমুখী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

Leave A Reply

Your email address will not be published.