চট্টগ্রামে খালে পড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রামের ষোলশহর এলাকায় খালে পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৭ডিসেম্বর) খবর পেয়ে বিকাল তিনটার দিকে ওই শিশুকে উদ্ধারে ঘটনাস্থলে গেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, বিভিন্ন জিনিস কুড়াতেছিল দুই শিশু। পানিতে একটি বড় বোতল ভাসতে দেখলে তারা খালে নেমে তা উঠাতে যায়। এসময় এক শিশু উঠে আসলেও অন্য শিশুটি আর উঠতে পারেনি। এটি গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ঘটে। আমরা আজ দুপুরে খবর পেয়ে এখানে এসেছি।
তিনি আরও বলেন, বায়োজিদ এবং আগ্রাবাদ স্টেশন থেকে দুইটা উদ্ধারকারী টিম এসেছে। এখানে অনেক ময়লা। সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। ময়লা সরানোর পর পরই উদ্ধার অভিযান শুরু হবে। উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করবো।