শিক্ষানবিশ ও শিক্ষা – উপবৃওি অনুদান বিতরন অনুষ্ঠান

0 398

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আর্থ সামাজিক তহবিলের অধীনে নগর দরিদ্র জনগোষ্ঠীর মানুষদের শিক্ষানবিশ ও শিক্ষা -উপবৃওি অনুদান বিতরন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ইউএনডিপির ও এফসিডি-এর সহায়তায় পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প সিটি কর্পোরেশন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজ মঙ্গলবার (৭ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।

এসময় মেয়র বলেন, সম্প্রতি সারা বিশ্বে ২০১৯ করোনা মহামারীর কারনে মানুষের জীবনযাএা ও অর্থনৈতিক অবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে, বর্তমান পরিস্থিতির কারনে কর্মহীন নগর দরিদ্র মানুষজন চরম দূদর্শার ভিতর দিয়ে দিন যাপন করছে।এমন অবস্থায় সিটি কর্পোরেশন ইউএনডিপি ও এফসিডিও এর সহায়তায় পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে।এই প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান- উন্নয়ন এল ইপিসি প্রকল্পের আর্থ-সামাজিক উন্নয়ন তহবিলে আওতায়  ২০২০ সালের ৫৩৭ জন শিক্ষানবিশ উপকার ভোগীদের মাঝে মোট ১৫,০০,০০০ টাকা ও শিক্ষা -উপবৃওি অনুদান হিসেবে ৯৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ৪৩২,০০০ টাকা রকেট একাউন্ট নাম্বারে প্রদান করা হয়।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির টাউন ম্যানেজার সরোয়ার আলম খান,পিএস টু মেয়র আবুল হাসেম, চসিক বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল চৌধুরী জয়,লাকি আক্তার সহ ইউএনডিপির কর্মকর্তা বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.