বাসে আগুন লাগিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা

0 562

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে কমপক্ষে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে।

গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) দেশটির সোকোতো প্রদেশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বুধবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার সোকোতো প্রদেশের সশস্ত্র এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে তারা দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন গ্রামে বহুবার এ ধরনের আক্রমণ চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে ভ্রমণকারীদের ওপরও তারা হামলা চালিয়ে থাকে। এমনকি মুক্তিপণের জন্য এরই মধ্যে তারা দেশটির বহু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের অপহরণও করেছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বরনোর পুলিশ বিভাগের মুখপাত্র সানুসি আবুবকর জানিয়েছেন, সশস্ত্র সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটিতে ২৪ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর আহত অবস্থায় মাত্র সাতজন বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীকালে তাদেরকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা কমপক্ষে ৩০টি মৃতদেহ গুনেছেন। মরদেহগুলো এতোটাই পুড়ে গেছে যে সেগুলোর পরিচয় শনাক্ত করাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট (আইএস) পশ্চিম আফ্রিকা শাখার সদস্যরাও নিয়মিত এসব অপরাধমূলক তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গেল এক যুগ যাবত নাইজেরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে এখন পর্যন্ত বহু লোক হতাহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.