৩ দিন পর উদ্ধার হলো খালে নিখোঁজ সেই শিশুর মরদেহ

0 328

তিন দিন পর চট্টগ্রামের ষোলশহরে নালায় পড়ে নিখোঁজ শিশু মো. কামালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. কফিল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে রাকিব ও কামাল নামের দুই শিশু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায়। রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।

Leave A Reply

Your email address will not be published.