দেশে এলো কোভিশিল্ডের আরও ২৫ লাখ টিকা

0 167

করোনাভাইরাসের ২৫ লাখ টিকার একটি চালান ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে এসেছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের এই টিকা আমদানিকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। রাতে বিমানবন্দরে বেক্সিমকোর কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এ টিকা সরবরাহ করা হবে। এ নিয়ে প্রতিবেশী দেশটি থেকে এক কোটি ৬০ লাখ ডোজ টিকা এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০২০ সালের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। টিকা পেতে ভারতের প্রতিষ্ঠানটিকে অগ্রিম অর্থও পরিশোধ করেছে বাংলাদেশ।

চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। চুক্তির পর ভারত দুই কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা দেয়। এরপর ভারতে করোনার সংক্রমণ বেড়ে গেলে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এরপর দেশটি গত ২ ডিসেম্বর আরও ৪৫ লাখ টিকা পাঠায়।

Leave A Reply

Your email address will not be published.