নাইজেরিয়ায় মসজিদে হামলায় ১৬ মুসল্লি নিহত

0 431

নাইজেরিয়ার একটি মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করা হয়েছে। দেশটির নাইজার প্রদেশের বা’য়ারে গ্রামের একটি মসজিদে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ওই দিন ভোরে বা’আরে গ্রামে ফজরের নামাজ আদায়ের সময় এ হামলা হয়।

তিনি আরও জানান, বন্দুকধারীরা হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় পথে আরও একজনের ওপর গুলি করে যায়।

এ হত্যার পর এলাকা ছেড়ে চলে গেছেন অধিবাসীরা।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিম মাতানে জানিয়েছেন, গত বুধবার ভোরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে হামলাকারীরা।

উল্লেখ্য, নাইজেরিয়ার এই অঞ্চলে প্রায় অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে বন্দুকধারীরা।

Leave A Reply

Your email address will not be published.