নিজেরা গুম করে সরকারকে দোষ দেয় বিএনপি: কাদের

0 467

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন। তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।

তিনি আরো বলেন, ‘চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল? তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল, কিন্তু পরে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল। ‘জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা-ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো করে আসছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে যে বক্তব্য দেন সেটি তাদের মনগড়া ব্যাপার। ‘দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। অথচ এখন গণমাধ্যম পুরোপুরি স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার দাবি করে আসছে দলটি। এ নিয়ে বেশ কিছু কর্মসূচিও পালন করেছে। খালেদা জিয়ার সাজাকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বলেছে বিএনপি।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা মানায় না। শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।’

কাদের বলেন, ‘তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন, রায় বিপক্ষে গেলেই চিৎকার করতে থাকে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে।’

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কুয়াশায় যান চালানোর সময় সর্বোচ্চ সতর্ক থাকতে পরিবহন শ্রামিকদের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।এ সময় গাড়ি চালানোর ক্ষেত্রে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

তিনি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্টদের সহযোগিতা চান।

Leave A Reply

Your email address will not be published.