কক্সবাজারে ৩ সন্তান নিয়ে স্বামীর বিষপান, মৃত্যু ২

0 427

কক্সবাজারের টেকনাফে তিন ছেলেমেয়েকে বিষপান করানোর পর বাবা নিজেও বিষপান করেছেন। এতে দু’জনের মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী চলে যাওয়ায় সন্তানসহ বিষপান করেন স্বামী।  

গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান।

নিহতরা হলেন—  বাবা আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তার (৮) মারা গেছেন। আর মুমূর্ষু অবস্থায় ছেলে জাবের (২) ও মেয়ে মাহিমাকে (৪) উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আনোয়ার (২৭) স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক ছেলে ও দুই মেয়েকে বিষপান করিয়ে পরে নিজেও বিষপান করেন। এ সময় বাবা ও ছেলের মৃত্যু হয়। বাকি দুই মেয়ে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আনোয়ার স্থানীয় বাসিন্দা ইমাম শরীফ প্রকাশ কানপুরার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। কিন্তু শনিবার বিকালে হঠাৎ পারিবারিক বিষয় নিয়ে আনোয়ার ও তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী তিন সন্তানকে রেখে অন্যত্র চলে যায়। এটি সহ্য করতে না পেরে স্বামী আনোয়ার তার তিন সন্তানকে নিয়ে বিষপান করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম।

Leave A Reply

Your email address will not be published.