রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে ০৫ জন’কে গ্রেফতার করেছে র্যাব
রাষ্ট্রবিরোধী সংবেদনশীল ও মিথ্যা তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে, ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর স্বামীবাগ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে এক সংবাদ সম্মেলনে জানান, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, কমান্ডার খন্দকার আল মঈন।
প্রথমে ক্লোজড গ্রুপে পরিকল্পণা তৈরি হতো। তারপর অর্থ যোগাড় করে অনলাইন প্লাটফর্মে ছড়ানো হতো রাষ্ট্রবিরোধী প্রাচারপ্রচারণা। এসব ভ্রান্ত ও অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি চেষ্টায় ছিলো তারা।
দলটি ছিলো র্যাবের সাইবার মনিটরিং সেলের নজরদারিতে। অবশেষে গ্রপ্তার হলো এর ৫ সদস্য। গ্রেপ্তার হওয়াদের বয়স ২৬ থেকে ৩০-এর মতো।
সাইবার পেট্রোলিং-এ তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তথ্য পায় র্যাব। র্যাব অভিযান চালায় রাজধানীর স্বামীবাগের মিতালী স্কুল গলি রোড এলাকায়। জব্দ হয় ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ও বিভিন্ন দেশবিরোধী, নাশকতার উস্কানিমূলক লিফলেট।
র্যাব জানায়, এই সাইবার দুষ্কৃতকারীদের টার্গেটে আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানও। অডিও-ভিডিও কন্টেন্ট এডিট করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিভিন্ন ঘটনাকে কিভাবে ভিন্নখাতে প্রবাহিত করা যায়, এ সংক্রান্ত নীতি ও কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের ষড়যন্ত্র করে থাকে বলেও জানান কমান্ডার মঈন।