লন্ডন প্রবাসীর বাসায় চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার
রাজধানীর ধানমন্ডিতে লন্ডন প্রবাসীর বাসায় চাঞ্চল্যকর ও আলোচিত চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শুক্রবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল। এ সময় চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি ও চোরাই আলামত উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ধানমন্ডির একটি বাসায় চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি ও চুরিকৃত আলামত উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭/বি বাড়িতে প্রবেশ করে দুই চোর। বাড়ির আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে তারা বেরিয়ে যায়। এই দৃশ্য আবার লন্ডনে বসে দেখেন বাড়ির মালিক একরামুল ওয়াদুদ। সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনাটি দেখে নিরাপত্তাকর্মীকে ফোনে জানান তিনি।
এ ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ করেন বাসার নিরাপত্তাকর্মী আফাজ। এরপর পুলিশ দুই চোরকে ধরতে অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডির পাঁচতলা বাড়ির তিনতলায় বসবাস করতেন লন্ডন প্রবাসী একরামুল ওয়াদুদ। তিনি দেশের বাইরে থাকায় বাড়িতে ছিলেন নিরাপত্তাকর্মী আফাজ। ঘটনার দিন ওই ফ্ল্যাটের দক্ষিণ-পশ্চিম কোণের রুমের জানালার গ্রিল কেটে প্রবেশ করে চোর চক্র। এ সময় তারা প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লাখ টাকা চুরি করে নিয়ে যায় এবং রুমের কয়েকটি আলমারি তছনছ করে।