ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

0 192

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ইলমার স্বামী ইফতেখার আবেদীনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া।

তিনি বলেন, ‘বিকেল ৪টার দিকে ইলমাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ঘণ্টাখানেক পর সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী ইফতেখারকে ইউনাইটেড হাসপাতাল থেকে আটক করা হয়েছে। তাদের বাসা বনানীতে।

নিহত ইলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী। তার  বিয়ে হয়েছে ছয় মাস আগে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানিয়েছেন, ইলমার লাশ মঙ্গলবার বনানী থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।  লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের খালু জানান, ইলমার বাড়ি সাভারে, আর সে থাকত বনানীতে। সেখানে তার শ্বশুর-শাশুড়ি থাকত। তার স্বামী থাকত কানাডায়। সম্প্রতি দেশে আসে। তাকে শারীরিক নির্যাতন করা হতো, কিন্তু সে মুখ বুজে সবকিছু সহ্য করত।তারা মঙ্গলবার বিকাল চারটার দিকে জানতে পারেন, ইলমাকে হত্যা করা হয়েছে। হাসপাতালে গিয়ে তার লাশ পান।  হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়, ইলমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইলমার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়।ইলমার মরদেহ রাত ১টা পর্যন্ত ঢামেক হাসপাতাল মর্গে রাখা ছিল। মরদেহ মর্গে নেয়ার সময় তার সহপাঠীরা সঙ্গে ছিলেন। রাত ১টা পর্যন্ত ইলমার পরিবারের কোনো সদস্যকে ঢাকা মেডিক্যালের মর্গে দেখা যায়নি।

‘মরদেহে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। মারধরের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ভিকটিমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।’

Leave A Reply

Your email address will not be published.