ময়মনসিংহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

0 183

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমাদুল হোসেন (৩৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (৩৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে তাদের মোটরসাইকেলকে বিপরীতমুখী ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্ত্রী নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহত স্বামী ইমাদুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.