ক্যাটরিনাকে সাবেক দুই প্রেমিক যেসব উপহার দিলেন

0 273

সম্প্রতি চার হাত এক হয়েছে বলিউডের লেটেস্ট পাওয়ার কাপল ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স রিসোর্ট বারওয়ারা কেল্লায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। এই বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। রাকঢাক জোর চর্চা গুঞ্জন পেরিয়ে সম্পর্কে শিলমোহর পরেছে তাদের।

ভিকি কৌশলের মধ্যে নিজের মনের মতোন সঙ্গীকে খুঁজে পেলেও ক‍্যাটরিনার জীবনে এর আগেও এসেছিল প্রেম, হয়েছে বিচ্ছেদও। একটা সময়ে সালমান খান ও ক‍্যাটরিনার জুটি ছিল বহুচর্চিত, রনবীর কাপুর তার জীবনে এলেও সে সম্পর্কও টেকেনি। তবে প্রাক্তন মানেই কি তিক্ততা!! না..ক‍্যাটরিনার বিয়েতে উপস্থিত না থাকলেও শুভেচ্ছাসহ উপহার পাঠিয়েছেন প্রাক্তন প্রেমিকরা।

ক্যাটরিনার বিয়েতে সবচেয়ে দামি উপহার দিয়েছেন তার সাবেক প্রেমিক সালমান খান। প্রাক্তনদের নেমতন্ন না করলেও রনবীর ও সালমান উভয়ই বহুমূল্য উপহারে ঢেকে দিয়েছেন ক্যাটরিনাকে। শোনা যাচ্ছে সল্লু মিয়া নাকি প্রায় তিন কোটি টাকা দামের বিলাসী রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ক‍্যাটরিনাকে। টেক্কা দিয়েছেন রনবীর কাপুরও। ক‍্যাটকে ২.৭ কোটি টাকা দামের একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন রনবীর।

একটা সময়ে ক‍্যাটের বেস্ট ফ্রেন্ড ছিল আলিয়া। যদিও ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক জড়াতেই বন্ধুত্বে ভাটা পড়ে। কিন্তু তবুও ক্যাটের বিয়ে উপলক্ষে বিদেশি পারফিউম উপহার দিয়েছেন আলিয়া।

অনুষ্কা শর্মা দিয়েছেন ৬.৪ লক্ষ মূল‍্যের হীরের আংটি। প্রায় দেড় লক্ষের একটি দামি পেইন্টিং উপহার দিয়েছেন শাহরুখ খান। তবে নিজের ঘরনী ক‍্যাটকে ১.৩ কোটি মূল্যের একটি আংটি উপহার দিয়েছেন ভিকি কৌশল‌। তবে একাংশের মত প্রাক্তন প্রেমিকদের উপহার টেক্কা দিল ভিকিকে।

Leave A Reply

Your email address will not be published.