ফসলের মাঠে শেখ পরিবার
আব্দুল কাদিরের চাষের জমিতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
কৃষক আব্দুল কাদির বলেন, ‘বছরের অন্য সময় জমি চাষ করে আর্থিক লাভবান হই। এ সময়টায় জাতির পিতার চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিন্ন কিছু করেছি। এটি করাতে ফসলে লাভ না হলেও মানসিক তৃপ্তি পাই অনেক।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাষের জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এক কৃষক। নৌকাসহ পদ্মা সেতুকেও তিনি তুলে ধরেছেন সেখানে৷ ফসলি জমিতে কৃষকের এমন চিত্রকর্ম দেখতে দূরদূরান্ত থেকে লোকজন আসছেন।
ফসলের মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদের প্রতিকৃতি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
ওই কৃষকের নাম আব্দুল কাদির। তিনি উপজেলার পাড়া খালবলা গ্রামের বাসিন্দা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতেই ফসলের মাঠে শেখ পরিবারের প্রতিচ্ছবি এঁকেছেন বলে জানান তিনি।
সরেজমিন গিয়ে দেখা যায়, সরিষা, লালশাক ও পালংশাক দিয়ে চিত্রকর্মটি ফুটিয়ে তোলা হয়েছে। এটি দেখতে সেখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। কেউ কেউ মোবাইলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আর কৃষক আব্দুল কাদিরসহ কয়েকজন খেতের আগাছা পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামে পাড়া খালবলা বন্ধু মহল নামে একটি ক্লাব রয়েছে। ক্লাবের সদস্যরা আব্দুল কাদিরের ৩৩ শতক জমিতে চিত্রকর্মটি ফুটিয়ে তুলেছেন।
এর আগে ২০১৯ সালে স্ত্রীর প্রতি ভালোবাসায় ফসলের মাঠকে ‘ভালোবাসার জমিন’ বানিয়েছিলেন তিনি। গত বছর স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিব শতবর্ষও এঁকেছেন কৃষক আবদুল কাদির।