চট্টগ্রামে আগুনে পুড়ে ‘ঘুমন্ত’ নারীর মৃত্যু

0 224

চট্টগ্রামের আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার রেললাইনের পাশে বস্তিতে আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রিজিয়া বেগম ভোলার দৌলতখাঁ এলাকার ইব্রাহিমের স্ত্রী।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ।

তিনি বলেন, সকাল ৬টা ৫ মিনিটে বিশ্বকলোনি এলাকার বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তিনি ঘুমন্ত ছিলেন এবং শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। আগুনে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Leave A Reply

Your email address will not be published.