ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

0 195

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম কারও মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। অমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তিনি টিকা নেননি। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গতকাল জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ অমিক্রন ধরনে আক্রান্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে ওমিক্রনের দ্রুত বর্ধনশীল প্রভাব দেখা যাচ্ছে। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের ৯০ শতাংশই আক্রান্ত হয়েছেন ওমিক্রনে।

Leave A Reply

Your email address will not be published.