চট্টগ্রামে মন্দিরসহ হেলে পড়েছে চারটি ভবন
চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট এলাকায় হেলে পড়েছে চারটি ভবন।
গত সোমবার ( ২০ ডিসেম্বর) রাতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোড সংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খাল পাড়ের ভবন দুটি হেলে পড়ে। ঘটনার পরপরই ভবন দুটি থেকে বাসিন্দারা সরে যান।
সদরঘাট থানার এসআই রনি তালুকদার জানান, রাত ১০টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই ভবন দুটির পাশের ড্রেনের কাজ চলার কারণে তিন তলা ও দোতলা ভবন দুটি হেলে পড়তে পারে। আমরা মানুষজনকে সরে যেতে বলেছি। তিন তলা ভবনের মালিক রনি দাশ এবং অন্যটির মালিক মতিলাল দাশ বলে পুলিশ জানায়। এছাড়া ওই এলাকার বিঞ্চু মন্দিরটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে গোলজার খালের খনন কাজ চলছে। এতে খালের প্রশস্ত ও গাইড ওয়াল নির্মাণের জন্য প্রায় ৪০ ফুট পর্যন্ত গভীরে পাইলিং করা হয়েছে। ফলে আশপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কারণ বেশিরভাগ ভবনই সিডিএ’র নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। খালে কাজ করতে গিয়ে দু’টি ভবন হেলে পড়েছে। এরআগেও আরও কয়েকটি ভবন দেবে যায় এবং কয়েকটি ভবন ভেঙে ফেলা হয়েছে।
দেবে যাওয়া ভবন মালিক শ্যামল দাশ বলেন, ২০২০ সালের মার্চ মাসে খালের কাজ শুরু করা হয়। তখন চারতলার একটি ভবন দেবে যাওয়ায় ভেঙে ফেলতে হয়েছে। এরপর আরও কয়েকটি ভবন দেবে গেছে। গত ১০-১৫ দিন আগে খালের কাজ শুরু করা হয়। আমার দোতলা ভবনটি খালের সঙ্গে লাগোয়া। পাইলিংয়ের সময় ৩০ ফুট পর্যন্ত গভীর করা হচ্ছে। এতে আশপাশের ভবন হেলে ভূমি দেবে যাচ্ছে। বিভিন্ন ভবন হেলে পড়ার আতঙ্কে আমি নালাপাড়া এলাকায় নতুন বাসা নিয়েছি। এখানে আমার মা-বাবা ও ভাইয়েরা রয়েছেন।
রাতে ঘটনাস্থলে গেছেন ফায়ার সার্ভিস। বাসিন্দারা আগ থেকে সরে গেছে। নিয়ে গেছে মালামালও। ফায়ার সার্ভিসের কর্মীরা সবাইকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ড্রেনের কাজ করার সময় তিনতলা ও এক তলাবিশিষ্ট দুটি ভবন এবং মন্দির দেবে গেছে। ভবন দুটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ভবন দুটিতে বসবাসরতরা সবাই নিরাপদে সরে পড়েছেন।