রাউজানে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১৫

0 179

চট্টগ্রামের রাউজানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- মাধবপুর থানার ওসমান গণির ছেলে মো. সাইফুল (২৪), আলিচর থানার মুরাদ নগরের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শরীফ (২৫), বাঁচা মিয়ার ছেলে নাদিম মিয়া (২০) ও আবুল কাশেমের স্ত্রী তাছলিমা বেগম (৪০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম বলেন, সকাল ৭ টার দিকে আমি নাস্তা করার জন্য চায়ের দোকানে আসি এমন সময় কাপ্তাই অভিমুখী মদিনার ফুল (চট্টগ্রাম-ব ০৫-০০৬২) নামক একটি দ্রুতগামী একটি বাস ব্রাহ্মণহাটের একটু আগে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই সময় বিকট শব্দ হয়। এই ঘটনায় প্রায় ১২-১৫ জন আহত হয়। আমি সহ আশেপাশের লোকজন স্পটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এদের মধ্যে চালকের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে নেমে পড়েন।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগার পর কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.