পাঞ্জাবের আদালতে বোমা বিস্ফোরণ, নিহত ২

0 423

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের লুধিয়ানায় আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা আদালতের তৃতীয়তলায় এ বিস্ফোরণ হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আদালতের চত্বরে এ বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বিস্ফোরণস্থল থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে আসার সময় পদদলিত হয়ে অসংখ্য মানুষ গুরুতর আহত হয়েছেন। পুলিশ ওই ভবন ঘিরে রেখেছে। তবে কী কারণে এ বিস্ফোরণ, তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

বিস্ফোরণের পরপরই লুধিয়ানা জেলা পুলিশ ও স্থানীয় থানার বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যায়। ওই এলাকা থেকে মানুষদের সরিয়ে দেওয়া হয়েছে।

পাঞ্জাবের লুধিয়ানা শহরে যেখানে জেলা কমিশনারের কার্যালয়, তার পাশেই এ আদালত ভবন। এ আদালত ভবন ও কমিশনারের কার্যালয় শহরের কেন্দ্রে।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, যখন এ বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন আদালতের কার্যক্রম চলছিল। যে ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ভবনে আটটি আদালতকক্ষ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.