সন্তান জন্ম দিলেই মিলবে ২৬ লাখ টাকা ঋণ

0 222

দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে চীনের জিলিন প্রদেশে বিশেষ ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। প্রদেশটিতে শিশু জন্মহার উল্লেখযোগ্য হারে কমে গেছে। বয়স্ক ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে। এমন অবস্থায় এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব, লালন-পালনসহ বিভিন্ন ক্ষেত্রে শারীরিক ও মানসিক সক্ষমতার পাশাপাশি দম্পতিদের দরকার হয় আর্থিক সঙ্গতির। এ কারণে অনেকে দম্পতির মধ্যেই দেখা দেয় সন্তান জন্মদানে অনীহা। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে চীনের জিলিন প্রদেশে বিশেষ ঋণ দেয়ার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন।

বিয়ে, এরপর সন্তান জন্মদানে উৎসাহিত করতে দম্পতিদের জিলিন প্রদেশের সরকার ২ লাখ ইয়েন বা ৩১ হাজার ৪০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ২৬ লাখ টাকার বেশি) ঋণ দেওয়ার ওই পরিকল্পনা নিয়েছে। তবে প্রাদেশিক সরকার কীভাবে ঋণ সহায়তা দেবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি।

প্রস্তাবটিতে ঋণের জন্য সুদের হার উল্লেখ করা হয়েছে। কোনো দম্পতির সন্তানের সংখ্যার ওপর সুদের হার নির্ভর করবে। এর আগে দম্পতিদের সন্তান জন্মদানে উ করতে বেতনসহ ১ বছর মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা করেছিল চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশ।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০১৬ সালে দীর্ঘ সময়ের এক সন্তান নীতি থেকে সরে এসে দুই সন্তান নীতি গ্রহণ করে দেশটির সরকার। কিন্তু তারপরও জন্মহার কমে যাওয়ায় চলতি বছরের মে মাসে চীন সরকার বিবাহিত দম্পতিদের তিন সন্তান নেয়ার বিষয়টি অনুমোদন করে।

Leave A Reply

Your email address will not be published.