হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সচিবালয়ে কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। টানা ১২দিন চিকিৎসা শেষে রোববার (২৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দৈনন্দিন কাজে যোগ দিতে হাসপাতাল থেকে সরাসরি উঠেছেন সচিবালয়ে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সেতুমন্ত্রী রোববার সকাল পৌনে ১০টায় হাসপাতাল থেকে ফিরে মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন। রোববার সকাল পৌনে ১০টায় ক্ষমতাসীন দলের এই নেতাকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা আজকে একটা মেডিক্যাল বৈঠক করি। বৈঠকে তার স্বাস্থ্যের যত রিপোর্ট ছিল সেগুলো দেখে সবকিছু ভালো হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।’