ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখের বেশি করোনা শনাক্ত
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দাপট দেখাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ।
গত রোববার (২৬ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটিতে করোনা সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার।
প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন।
এ দিন ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হন। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।
এদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমন রোধে ক্রিস্টমাস উপলক্ষে ছুটির সপ্তাহেই বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
শনিবার পোপ ফ্রান্সিস করোনা থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন। তিনি গরিবদের ভ্যাকসিন নিশ্চিত করা এবং সবার জন্য চিকিৎসা সুবিধা দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।