লঞ্চে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় মৃতদের পরিবারকে ৫০লাখ ও গুরুতর আহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে ওই লঞ্চের অগ্নিকান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
রিট আবেদনে নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এবং এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হাম জালাল শেখকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ও দগ্ধ আছে প্রায় শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।