শুটিংয়ের মাঝেই গায়িকার মুখে সাপের কামড়!

0 292

দিব্যি শুটিং চলছিল। আচমকাই সেটে হুলস্থুল। সাপে সটান কামড়ে দিয়েছে ২১ বছরের গায়িকার মুখে! এমনই এক কাণ্ড ঘটল খোদ যুক্তরাষ্ট্রে। আর সেই ঘটনার ভিডিও ঝড় তুলল ইন্টারনেটে।

নেটিজেনরা শিউরে উঠেছেন দৃশ্যটি দেখে। আমেরিকায় গায়িকা হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন মায়েটা। তারই নতুন গানের মিউজিক ভিডিও তোলা হচ্ছিল।

ভিডিওতে দেখা যায়, তিনি একটি কালো লেসের বডিস্যুট পরে রয়েছেন। পিছনে একটি সাদা প্রেক্ষাপট রেখে বৈচিত্র তৈরি করা হয়েছে। দেখা যায়, হাসিমুখে শুয়ে রয়েছেন ওই তরুণী। তার শরীরের উপরে রয়েছে কালো রঙের সাপটি। শুটিং চলাকালীন ওই সাপটিকে সরিয়ে রেখে একটি সাদা সাপ রাখতে যান গায়িকার সহযোগী। কিন্তু আচমকাই কালো সাপটি কামড়ে দেয় তার চিবুকে। বেগতিক দেখে দ্রুত সাপটিকে সরিয়ে দেন গায়িকা।

ভিডিওটি দেখলে সত্যিই চমকে উঠতে হয়। আচমকাই সাপের আক্রমণে সন্ত্রস্ত হয়ে পড়েন ওই গায়িকা।

নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, “আপনাদের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে আমাকে যার মধ্যে দিয়ে যেতে হল। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। প্রায় ৪ লাখ ৬৪ হাজারের কাছাকাছি ভিউ এবং ২০ হাজারের কাছাকাছি লাইক – যা এক কথায় ভাবা যায় না। তবে যে সাপটি মায়েতাকে কামড়ে ছিল, সেটি বিষধর ছিল না।

এই মায়েতা আমেরিকার একজন উঠতি গায়িকা। চলতি বছরের শুরুতেই তিনি রক নেশনে চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি নিজের প্রথম অ্যালবামও লঞ্চ করেছেন মায়েতা, যার নাম হ্যাবিটস। টিন সিন, টক্সিক এবং হ্যাবিটস – এই সব একাধিক গান রয়েছে সেই অ্যালবামে।

Leave A Reply

Your email address will not be published.