লঞ্চে আগুন: সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার

0 193

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে অর্ধগলিত অবস্থায় লাশটি ভেসে উঠে। লাশটি নদী থেকে তুলে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে সুগন্ধা নদীর কিস্তাকাঠি গ্রাম থেকে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি লঞ্চঘাট এলাকায় আনা হয়েছে। তবে নিহতের পরিচয় মেলেনি।

এ নিয়ে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহাণি দাঁড়ালো ৪৫ জনে। আর দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে রয়েছেন। অন্যদিকে বরিশাল মেডিকেলে ৩২ জনের মধ্যে আইসিইউতে আছেন তিনজন।

এদিকে অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে আজ মঙ্গলবার আদালতে শুনানির কথা রয়েছে। আর নতুন করে লঞ্চ মালিকসহ ২০ জনের মামলা করেছেন নিহতদের এক স্বজন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে পুরোপুরি পুড়ে যায় বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চ।

Leave A Reply

Your email address will not be published.