অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনকেও ছাড় নয় : ইসি

0 411

নারায়ণগঞ্জ সিটি (নাসিক) নির্বাচনকে সামনে রেখে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

আজ রবিবার দুপুরে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচনের কমিশনারের কাছে প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন। এ ছাড়া ব্যালট বাদে ইভিএমে ভোট গ্রহণের ব্যাপারেও কথা বলেন। প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার বলেন, এবার আমি নিজে নির্বাচন মনিটরিং করব। এই এলাকার ভোটারদের মধ্যে যেন ক্ষোভের সৃষ্টি না হয়।

প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, কেউ নিয়ম না মেনে মাইক ব্যবহার করছেন, অনেকে মেনে ব্যবহার করছেন। প্রশাসনের কাছে নির্দেশ, নির্ধারিত সময়ের আগে-পরে মাইক দেখলেই ব্যবস্থা নিতে হবে।  প্রয়োজনে সে মাইক জব্দ করতে হবে। এ সময় যথাযথ ব্যবস্থা না নিলে প্রশাসনকেও ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দেন মো. রফিকুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.