হালদায় অভিযান, ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত শনিবার (১ জানুয়ারি) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হালদার উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে দুটি ও রামদাশহাট সুইচগেটে থেকে একটি ঘেরা জাল জব্দ করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।