লঞ্চে আগুনের ঘটনায় আরো একজনের মৃত্যু

0 174

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ আরো একজনের শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. রাসেল (৩৮)।

আজ সোমবার (৩ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ সংকর পাল বলেন, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। এবং তার শ্বাসনালী পুড়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে। আহতদের রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

Leave A Reply

Your email address will not be published.