বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ

0 358

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (সাবেক ঢাকা শিশু হাসপাতাল) নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে ২০৫ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের হাসপাতালের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ১৭৫ জন

যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক)

পদসংখ্যা: ৩০

যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। কার্ডিয়াক সার্জারি/ ক্যাথল্যাব/ কার্ডিয়াক আইসিইউ/ কার্ডিয়াক এইচডিইউয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)

বয়সসীমা : ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ওই তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন করবেন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। আবেদন পূরণ করার পর সরাসরি/ ডাকযোগে পাঠাতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপপরিচালক (হাসপাতাল), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।

আবেদন ফি: প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২২।

Leave A Reply

Your email address will not be published.